NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে সাংসদের বাড়ির সামনে কাগজ কল কর্মীদের ধর্না
আগে বেতন মেটানোর পক্ষপাতী ডা. রায়
২০ ফেব্রুয়ারি: বিধায়ক দিলীপ পালের পর আজ শনিবার শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়ের বাড়ির সামনে ধর্না দিয়েছেন কাগজ কলের কর্মচারীরা৷ জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বানে মিলের প্রায় সবকটি সংগঠনের সদস্য এ দিন ধর্নায় সামিল হন৷
ঘণ্টাতিনেক ধর্নার পর সাংসদ ডা. রাজদীপ রায় গেটে গিয়ে বিক্ষোভরতদের সঙ্গে কথা বলেন৷ তিনিও মিলের পুনরুজ্জীবন চান বলে দাবি করে রাতে এক প্রতিনিধি দলকে তাঁর বাসভবনে যেতে বলেন৷ সে সময় আলোচনা করে একটা সমাধান খুঁজে বের করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন৷ তাঁর আশ্বাসে ধর্না প্রত্যাহৃত হয় এবং রাতে এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে আলোচনায় বসেন৷ সেখানে মিলদুটির পুনরুজ্জীবন নিয়ে কথা বলতে চাননি৷ জোর দেন বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার ওপর৷ ডা. রায় বলেন, মুখ্যমন্ত্রী আগামী ২৩ ফেব্রুয়ারি শিলচরে আসবেন৷ সে দিন কাগজ কলের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন৷ সবাই মিলে কথা বলে বকেয়া বেতনটা যদি মেটানো যায়৷ দুই মিলে ৪১ মাসের বেতন মেটানোর জন্য ৬৮০ কোটি টাকার প্রয়োজন৷ আপাতত ওই টাকা রাজ্য সরকার মিটিয়ে দিলেই এই সমস্যার সমাধান হতে পারে, মন্তব্য করেন ডা. রাজদীপ রায়৷