Barak UpdatesHappenings
শিলচরে গীতা পাঠাভ্যাসের ওপর কর্মশালা ২৬-২৭ ডিসেম্বর
২৪ ডিসেম্বর: পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর গীতা পাঠাভ্যাস ও আলোচনার উপর এক কর্মশালার আয়োজন করা হয়েছে৷ এই কর্মশালায় ব্রাহ্মণ-অব্রাহ্মণ, পুরুষ-মহিলা সবাই যোগদান করতে পারবেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে৷ একটাই শর্ত, অংশগ্রহণকারীদের বয়স ১৬ বছরের উপর হতে হবে৷
এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করবেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.সুখময় ভট্টাচার্য , যোরহাট বিজ্ঞান মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, শিলচর মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অমরেন্দ্র ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শান্তি পোখরেল, ডিএনএইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ক্ষৌণীশচন্দ্র চক্রবর্তী, কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপিকা শমিতা নাগ ধর প্রমুখ। কর্মশালাটি হবে শিলচর সংগীত বিদ্যালয়ে, জানিয়েছেন কেন্দ্রের সভাপতি রুচিন্দু চক্রবর্তী ও সহ প্রধান আচার্য সুদীপ চক্রবর্তী।