NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
শিলচরে এইমস স্থাপনের দাবি এবার জমা পড়ল প্রধানমন্ত্রীর অফিসে
ওয়েটুবরাক, ১২ জুলাই : আজ ১২ জুলাই সায়ন্তনের জন্মদিনে “থাউজেন্ড সায়ন্তন”-র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দিল্লিস্থিত অফিসে শিলচরে এইমস স্থাপনের দাবিতে স্মারকপত্র পেশ করা হয়। থাউজেন্ড সায়ন্তন এই দিনকে দাবি দিবস হিসেবে পালন করে। এরই অঙ্গ হিসাবে সম্পাদক বিনায়ক ভট্টাচার্য মঙ্গলবার দিল্লিতে গিয়ে দাবিপত্র জমা করেন৷
উল্লেখ্য, স্ট্যান্ডিং কমিটি ইতিমধ্যে শিলচরে এইমস স্থাপনের জন্য ভারত সরকারের কাছে প্রস্তাব রেখেছে। স্ট্যান্ডিং কমিটি বলেছে, ভারতবর্ষে এমন অনেক ক্ষুদ্র রাজ্য আছে যার রাজধানী থেকে শিলচর ও আশপাশের জনসংখ্যা অনেক বেশি। তাই শিলচরে এইমস হাসপাতাল স্থাপন দরকার। থাউজেন্ড সায়ন্তন দলও মনে করে, শিলচর বরাক ও আশেপাশের অঞ্চলের লক্ষাধিক জনসংখ্যাকে ভারত সরকারের উচ্চতম স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার জন্য শিলচরে এইমস হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি। শিলচরে রাজ্যের দ্বিতীয় এইমস স্থাপন হলে আসাম সহ গোটা ভারত পাবে আরও অনেক এমবিবিএস, পাবে অনেক সুপার স্পেশালিটি ডক্টর, পাবে প্যারা মেডিকেল, নার্স ইত্যাদি।