Barak UpdatesHappeningsBreaking News
শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাধামাধব কলেজ ও আইসেক্ট স্কিল মিশনের মধ্যে মউ স্বাক্ষর
ওয়ে টু বরাক, ৭ আগস্ট : শিক্ষাক্ষেত্রের উন্নতিকল্পে রাধামাধব কলেজ ও আইসেক্ট স্কিল মিশনের মধ্যে মউ স্বাক্ষর হলো সোমবার। মূলত ব্যাংঙ্কিং প্রশিক্ষণ এবং অর্থ, ব্যক্তিত্ব বিকাশ ও যোগাযোগ এই দুটি বিষয়ের ওপর দুটি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উল্লেখ্য, দুটি কোর্সই অনুষ্ঠিত হবে রাধমাধব কলেজে। কোর্স দুটি পরিচালনা করবে আইসেক্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং সেই সঙ্গে পাঠদানের জন্য শিক্ষকও প্রদান করবে তারা। রাধামাধব কলেজ কর্তৃপক্ষ কেবল সহযোগিতা করবে।
এই কোর্স দুটি সম্পন্ন হলে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে। উক্ত সার্টিফিকেটে রাধামাধব কলেজ ও আইসেক্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যৌথভাবে স্বাক্ষর করবে। সেইসঙ্গে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর স্বাক্ষরও থাকবে। উল্লেখ্য, আইসেক্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারত সরকার অনুমোদিত একটি শাখা।
উল্লেখ্য এ দিন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও আইসেক্ট স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের জোনাল হেড ইন্দ্রনীল মুখার্জি। কলেজ চত্বরে সোমবার আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত চুক্তিপত্র ইন্দ্রনীল মুখার্জিকে হস্তান্তর করেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়। সেসময় উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী ও কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য।