India & World UpdatesHappeningsBreaking News
শরদ যাদবের জীবনাবসান
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের জীবনাবসান ঘটল। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানিয়েছেন তাঁর মেয়ে সুভাষিণী যাদব। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যাদব। বৃহস্পতিবার তাঁকে যখন ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে আনা হয়, সেই সময় জ্ঞান ছিল না। হাসপাতালের তরফে জানা গিয়েছে, তাঁর নাড়ির স্পন্দন বা রক্তচাপ কিছুই না-মেলায় চিকিৎসকরা রাত ১০টা ১৯ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অটলবিহারী বাজপেয়ীর জমানায় (১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল) শরদ যাদব ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ২০১৮ সালে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সঙ্গে তাঁর তৈরি লোকতান্ত্রিক জনতা দল (এলজেডি)-কে মিশিয়ে দিয়েছিলেন। শরদ যাদবের মৃত্যুসংবাদ পাওয়ার পর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘শরদ যাদবের প্রয়াণে ব্যথিত। তাঁর দীর্ঘ জনজীবনে নিজেকে মন্ত্রী ও সাংসদ হিসেবে তুলে ধরেছিলেন। তিনি ডক্টর লোহিয়ার আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তাঁর সঙ্গে সুসম্পর্কের কথা আমার আজীবন মনে থাকবে। তাঁর পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানাই৷’