India & World UpdatesHappenings
আট বছর পর ফের ভারত-নেপালের মধ্যে চালু রেল পরিষেবা
৩ এপ্রিল ঃ ভারত ও নেপালের মধ্য়ে যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় শুরু হল। তিন দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। তাঁরা ভার্চুয়ালি যাত্রীবাহী বা প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করেন। এই ট্রেন বিহারের সঙ্গে নেপালের সংযোগ স্থাপন করে। উল্লেখ্য, ২০১৪ সালে আপগ্রেডের জন্য ভারত-নেপালের মধ্যে রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর এই প্রথম আবার রেল পরিষেবা চালু হল দুই প্রতিবেশী দেশের মধ্যে।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার পর নরেন্দ্র মোদি জানিয়েছেন, উভয় নেতাই বাণিজ্য এবং আন্তঃসীমান্ত সংযোগের উদ্যোগকে অগ্রাধিকার দিতে সম্মত হয়েছেন। তিনি বলেছেন, “দুই দেশের মধ্যে মসৃণ, ঝামেলামুক্ত মানুষের যাওয়া-আসার ক্ষেত্রে এই ধরনের স্কিমগুলি একটি চমৎকার অবদান রাখবে।” উল্লেখ্য, দুই দেশ পেট্রোলিয়াম পণ্য সরবরাহের বিষয়েও চুক্তি চূড়ান্ত করেছে এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এদিকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই এর নেপাল এবং ভারত সফরের কয়েকদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন।