Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির সভায় নতুন সদস্য ডা. সম্বুদ্ধ ধর
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : শিলচরে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির ‘বোর্ড অফ ডিরেক্টরস’-এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শংকর ভট্টাচার্য। সভার আকর্ষণ ছিল, বিখ্যাত নিউরোসার্জন ডাঃ সম্বুদ্ধ ধরের উপস্থিতি৷ তিনি সম্প্রতি ক্লাব ভ্যালিতে যোগদান করেছেন এবং প্রথম সভায় যোগ দিয়েছেন। তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ডা. ধর জানিয়েছেন, ভ্যালি ক্লাবে তার যোগদান শুধুমাত্র সমাজের দরিদ্র অংশের মানুষদের সর্বোত্তম উপায়ে সেবা করার জন্য। তিনি তাঁর সামাজিক দায়িত্ব আরও ব্যাপকভাবে পালন করতে ক্লাব ভ্যালির সঙ্গে থাকবেন। ক্লাব ভ্যালির পক্ষ থেকে তাকে জমকালো স্বাগত জানানো হয়।
এছাড়াও, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের জন্য ক্লাবের দ্বারা বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সমস্ত প্রকল্পের জন্য চেয়ারপার্সন মনোনীত করা হয়। সম্পাদক সঞ্জীব রায় শেষ সভার কার্যবিবরণী উপস্থাপন করেছেন এবং কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য আজ পর্যন্ত ক্লাবের হিসাবের বিবরণ দেন। সভায় উপস্থিত ছিলেন কনকেশ্বর ভট্টাচার্য, তনুশ্রী ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী, চন্দ্রাবতী রায়, সুমিতা ভট্টাচার্য, সুপ্তা চৌধুরী, জুবায়ের ইনাম, বন্দিতা ত্রিবেদী রায়, অনিমেষ ভট্টাচার্য এবং ডাঃ মনীশ কুমার। উপস্থিত অন্যান্য আমন্ত্রিতরা ছিলেন অরিন্দম ভট্টাচার্য, অঞ্জনা দেব, সাখী ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, শুভ্রা ভট্টাচার্য প্রমুখ। ডিসেম্বরের শেষ ভাগে সমাজের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে ক্লাব ভ্যালি। শেষে মর্যাদাপূর্ণ জাতীয় সংগীতের পর সভাপতি সভা মুলতবি করেন।