India & World UpdatesHappeningsBreaking News
লকডাউনে পুলিশের প্রহারে এক ব্যক্তির মৃত্যু
২৬ মার্চ : করোনা ভাইরাস প্রতিরোধের সারা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণার পর পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানে স্থানে ঘর থেকে রাস্তায় বেরোনো লোকদের পুলিশ ও নিরাপত্তারক্ষীরা নির্মমভাবে মারধর করছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে পুলিশের মারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন।
পশ্চিমবঙ্গের হাওড়ার ৩২ বছরের লাল স্বামী নামের এক ব্যক্তি বুধবার দুধ কেনার জন্য ঘর থেকে রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা এই ব্যক্তিকে লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য নির্মমভাবে লাঠিচার্জ করে। এরপরই আহত এই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান। তবে এ ঘটনায় পুলিশ দাবি করেছে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করার পর হৃদরোগজনিত কারণে মৃত্যু হয়েছে।