India & World UpdatesHappeningsBreaking News
রেলের মহিলা যাত্রীদের নিরাপত্তায় মেরি সহেলি
১২ নভেম্বর : রেলের মহিলা যাত্রীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করল আরপিএফ। মহিলা আরপিএফ কর্মীদের নিয়ে তৈরি এই বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘মেরি সহেলি’।
আরপিএফ-এর এই বাহিনী মূলত কাজ করবে ট্রেনে যাত্রা করা মহিলাদের নিরাপত্তার জন্য। বিশেষ করে একা মহিলা, একা বয়স্ক মহিলা যাত্রী বা শিশু নিয়ে দূরপাল্লার ট্রেনে যাত্রা করা মহিলাদের। স্টেশনে, বিভিন্ন দূরপাল্লার ট্রেনগুলিতে এই মহিলা আরপিএফ কর্মীরা মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে পুরো ট্রেন যাত্রায় বিশেষ ট্যাবের সাহায্যে ট্র্যাক করবেন।
থাকবে এসওএস কন্টাক্ট, ট্রেন যাত্রায় কোনওরকম সমস্যায় পড়লেই এক ছোঁয়াতেই রেল পুলিশের কাছে পৌঁছতে সাহায্য করবে এলার্ম। সঙ্গে সঙ্গেই মহিলার টাওয়ার লোকেশন ট্র্যাক করে স্থানীয় রেল পুলিশকে সজাগ করে দেবেন মেরি সহেলি বাহিনীর কর্মীরা।
রেল পুলিশ আরও জানিয়েছে, কোনও মহিলার নিরাপত্তা বা নজরদারির করতে মহিলা রেল পুলিশ কর্মীদের নিযুক্ত করা হয়েছে। এই কর্মীদের বিশেষ ট্রেনিং দিয়ে নিযুক্ত করা হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট। এক বিশেষ অ্যাপস নির্ভর আধুনিক ট্যাব থাকবে তাঁদের কাছে। আর মহিলা যাত্রীর কাছে ফোন নম্বর ও ইন্টারনেট সম্বলিত একটি স্মার্ট ফোন থাকলেই কেল্লাফতে।