Barak UpdatesHappeningsBreaking News
রাস্তায় পত্রিকার মেশিনম্যানদের আটকে টাকা-মোবাইল ছিনতাই, ধৃত ৪
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : শনিবার ভোর সোয়া চারটায় বার্তালিপি পত্রিকার মেশিনম্যান জওহর রায় (টিকন) ও হেলপার মিঠুন দাসকে মেহেরপুর বটেরতল এলাকায় আটকে একদল দুষ্কৃতী মারপিট করে৷ মিঠুনের মাথা ফেটে যায়৷ তাদের কাছ থেকে টাকাপয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। সে সময় একই পথে যাওয়ার সময় অন্য চার সংবাদকর্মী স্বপন দাস, সাধন দাস, কৃপেশ দাস ও আমিনুল হক ছিনতাইবাজ দলটিকে তাড়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে রাঙ্গিরখাড়ি থানায় সোপর্দ করা হয়।
তার নাম প্রীতম সূত্রধর৷ মেহেরপুরে সানসিটি সংলগ্ন চিত্তরঞ্জন পল্লীতে বাড়ি৷
মিঠুন রায় এজাহার দিলে তদন্তে নেমে পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করে৷ কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, ধৃত অন্য তিনজন হলো রূপক সূত্রধর (বাড়ি সেকেন্ড লিংক রোড), আকাশ রায় (সাবাসপুর) এবং জিৎ ভট্টাচার্য (বিবেকানন্দ রোড, লেন নং ২৬)৷ তাদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে৷ সেগুলিই ভোররাতে পত্রিকা অফিসের কর্মীদের কাছ থেকে এরা ছিনিয়ে নিয়েছিল৷
পুলিশ সুপারের কথায়, দুর্বৃত্তদলে চারজন ছিল৷ চারজনকেই গ্রেফতার করা হয়েছে৷