India & World UpdatesHappeningsBreaking News

রামমন্দিরে তিনদিনে প্রণামী জমা পড়ল ৮ কোটি টাকা

ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি : রামমন্দিরের গর্ভগৃহে যেতে ভক্তদের পেরোতে হয় সিংহদ্বার ও  পাঁচটি মণ্ডপ৷ শেষে ৩২ সিঁড়ি পেরিয়ে রামলালার দর্শন। ২২ জানুয়ারি থেকে প্রথম তিনদিনে অন্তত ১০ লক্ষ পুণ্যার্থী ওইসব পেরিয়ে রামলালার দর্শন করেছেন। ওই সময়ে দর্শনার্থীরা আট কোটি টাকা রামলালার দানপাত্রে জমা করেছেন৷ এর মধ্যে শুধু ২২ জানুয়ারি, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই জমা পড়েছে প্রায় ৫ কোটি টাকা৷

জমা পড়া দান ইতিমধ্যেই ব্যাঙ্কে জমা করে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। তিন তলা রামমন্দিরের শুধু গর্ভগৃহের অংশের কাজই শেষ হয়েছে। বাকি দু’টি তলা তৈরির কাজ এখনও বাকি। দানপাত্রে জমা পড়া টাকা সেই কাজে ব্যবহৃত হতে পারে বলে জানা গিয়েছে৷

রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরদিন মন্দির চত্বরে ভিড়ের চোটে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হলে এর পর থেকেই সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রামলালার মন্দির পর্যন্ত পৌঁছতে সুগ্রীব গুহা হয়ে রামপথ দিয়ে যেতে হয়। বাঁ-পাশে ট্রাস্টের অফিস। রামলালা দর্শন এবং আরতি দেখার পাস সেখান থেকেই মিলছে।

পাস নিয়ে একটু এগোলে মেলে লকার। ব্যাগপত্র লকারে রেখে এগোলে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা মেটাল ডিটেক্টর। সেখানে স্ক্যানিং উতরোতে পারলে তবে সামনে এগোনোর অনুমতি। সিংহদ্বার থেকে এগোলেই নৃত্য মণ্ডপ। সেখানে প্রতিটি স্তম্ভে গণেশ, গরুড়, হনুমান এবং অন্যান্য দেবদেবীর পাথরের মূর্তি খোদিত। আরও এগোলে মিলবে রঙ্গ মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ।

এই মণ্ডপগুলোর প্রতিটি স্তম্ভে ১৬টা করে মূর্তি খোদাই করা। গর্ভগৃহে রামলালার কৃষ্ণপাথরে খোদিত মূর্তি। দিন অনুযায়ী আলাদা আলাদা রঙের কাপড়ে সাজানো হয় রামলালার মূর্তিকে। বিগ্রহের বুকে মঙ্গল চিহ্ন আঁকা রয়েছে। রামলালার মূর্তির কাছে রাখা হয়েছে খেলনাও। হাতে সোনার তির-ধনুক তো আছেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker