Barak UpdatesHappenings
রামকৃষ্ণ মিশনকে রোটারি গ্রিনল্যান্ড দিল মাস্ক-স্যানিটাইজার, মাতৃমন্দির ১০ হাজার টাকা
১০ মে: ‘রোটারি ফাউন্ডেশন ডিজাস্টার রেসপন্স গ্রান্ট’ প্রকল্পের অন্তর্গত করোনা প্রতিরোধী সরঞ্জাম শিলচর রামকৃষ্ণ মিশনকে সমঝে দিল রোটারি ক্লাব গ্রিনল্যান্ড। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক মহারাজ স্বামী গণধিশানন্দের হাতে গ্রিনল্যান্ডের কর্মকর্তারা রবিবার মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী তুলে দেন। দীপক ব্রহ্ম, ডা:প্রসেনজিৎ ঘোষ, অসীম ভট্টাচার্য, বিশ্বজিৎ বণিক প্রমুখ ছিলেন ক্লাবের পক্ষে।
এদিকে, একই দিনে বিবেকানন্দ রোড মাতৃমন্দির পূজা কমিটিও ১০ হাজার টাকা তুলে দিল মিশনের মহারাজের কাছে। রমেন্দ্র দত্তরায়, বাপ্পা দাস ও শিবু দে উপস্থিত ছিলেন কমিটির তরফে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য দুর্ভোগে পড়া দুস্থদের ত্রাণসামগ্রী সহ জরুরি জিনিস বিতরণ করে যাচ্ছে রামকৃষ্ণ মিশন। এবারে এই সেবামূলক কাজে নিজেদের মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিল মাতৃমন্দির ও গ্রিনল্যান্ড।