NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যপাল না থাকা সত্ত্বেও কংগ্রেস কেন গেল রাজভবন, বোধগম্য হয়নি মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ২০ ডিসেম্বর : রাজভবনে প্রতিবাদ করতে গিয়ে কাঁদানে গ্যাস প্রয়োগের পর কংগ্রেস কর্মীর মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তবে মুখ্যমন্ত্রী উল্টে কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়ে মন্তব্য করেন, রাজ্যপাল না থাকার সময় রাজভবনে কেন গিয়েছিল কংগ্রেস ?
রাজভবনে প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে মৃত্যু হওয়া মৃদুল ইসলাম নামের কংগ্রেস কর্মীর অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় মুখ্যমন্ত্রী চার দিনের সফরে ভুটানে ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘটনার দিন রাজভবনে রাজ্যপাল ছিলেন না। রাজ্যপাল না থাকা অবস্থায় সেখানে কেন গিয়েছিল কংগ্রেস ?
কর্তব্যরত সাংবাদিকদের ওপর সেদিন রাজভবনে কাঁদানে গ্যাস প্রয়োগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, সেদিন গুলি চালনা করা হয়নি। কারণ সেখানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়া মানুষও ছিলেন। তা নিশ্চিত করা উচিত ছিল কংগ্রেসের পক্ষে। রাজ্যপাল না থাকার সময় রাজভবনে কেন গিয়েছিল ? ভেতরে যদি রাজ্যপাল থাকতেন তাহলে তাদের ৫ থেকে ১০ জন প্রতিনিধিকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হতো। কিন্তু যদি পুলিশ গুলি চালাত, তাহলে কি পরিস্থিতি হত সেখানে ?
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাবধানে থাকতে পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস রাহুল গান্ধী আসার সময়ও এমন পরিস্থিতি করেছিল। সেজন্য সাংবাদিকদের কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যেতে সাবধানী হতে হবে। কারণ কংগ্রেসের মতি-গতি বোঝা বড় দায়। কংগ্রেস সাংবাদিকদের জীবন বিপদাপন্ন করে তুলেছে বলেও এ দিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।