Barak UpdatesBreaking News
রবিবার শিলচর গভঃ গার্লসের ১২৫ বছরে সাংস্কৃতিক সন্ধ্যা
১ ফেব্রুয়ারি : শিলচরের সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখি বালিকা বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে ২ ফেব্রুয়ারি শহরের বঙ্গভবনে স্কুলের প্রাক্তনী সমিতি এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। এ দিন বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানসূচির মধ্যে থাকবে গান, নাচ, কবিতা সহ আরও নানা স্বাদের অনুষ্ঠান।
প্রাক্তনী সমিতির সদস্যারা জানান, সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে কলকাতা থেকে আসা গানের দল সুরমা পিয়াসীর অনুষ্ঠান। এই দলটির সদস্যারা এই স্কুলেরই প্রাক্তনী। কলকাতায় গিয়ে তারা এই গানের দলটি তৈরি করেছেন।
এ দিকে, প্রাক্তনী সমিতির পক্ষে ইন্দ্রানী ভট্টাচার্য বলেছেন এ অঞ্চলে মেয়েদের স্কুল প্রতিষ্ঠার কথা। তিনি জানান, ১৮৯২ সালে শিলচরে মহিলা কলেজের পাশে ব্রাহ্ম সমাজের উদ্যোগে প্রথম মেয়েদের পাঠশালা খোলেন ভারতচন্দ্র ভট্টাচার্য। এরপরে ১৮৯৫ সালে দুই বিদেশিনী এখানে মিশন গার্লস স্কুল চালু করেন। তারও কয়েক বছর পর ১৯০৭ সালে মিস লয়েড শিলচরে মেয়েদের এই সরকারি স্কুলটি স্থাপন করেন। তখন থেকে এই স্কুল নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্কুলে সেনা ছাউনিও হয়েছে। এ দিন সমিতির পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।