Barak UpdatesHappeningsBreaking News
মোবাইলে দশ লক্ষ টাকা দাবি, করিমগঞ্জে ধৃত ৩
ওয়েটুবরাক, ১০ আগস্ট : মোবাইল ফোনে অপহরণের হুমকি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি করে পুলিশের জালে ধরা পড়ল তিন জঙ্গি। এদের দুজন স্থানীয় হলেও অন্যজনের বাড়ি পাশ্ববর্তী ত্রিপুরা রাজ্যে। আজ মঙ্গলবার কাকভোরে বাজারিছড়া পুলিশের একটি বিশেষ দল সাদা পোশাকে তথাকথিত জঙ্গিদের দাবিমত টাকা পাইয়ে দেবার নাম করে ছক কষে৷ অসম-ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন এক পাহাড়ি ডেরায় হানা দিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কটামণি তেজপুর গ্রামের আয়নুল হক জানান, দিন দশেক আগে তার মোবাইলে দুই লক্ষ টাকা দাবি করে ফোন আসে ৷ নিজেদের বিশেষ জঙ্গি সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়ে ভাঙা হিন্দিতে বলে, টাকা আনাদায়ে তাকে বা তার সন্তানকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হবে। তখন কথামত টাকা না দিলে তাদের প্রাণে মেরে ফেলা হবে।
এমন হুমকিতে দিনমজুর আয়নুল দুশ্চিন্তায় পড়েন। তিনদিন পর ফের জঙ্গিরা আইনুলকে ফোন করে টাকা দাবি করে। তার কাছে এত টাকা না থাকায় তিনি আরও সময় চান। পুরো বিষয়টি পরে জানানো হয় ওসি মনুরঞ্জন সিনহাকে। নড়েচড়ে বসে পুলিশ। প্রাপ্ত মোবাইল ফোনের নাম্বারটিকে ট্যাগ করে তদন্তে গতি আনে পুলিশ। ধৃতরা হল উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন বালিছড়া গ্রামের পুলিন্দ্র ত্রিপুরা (৩৬) এবং কাজল নম:শুদ্র (২৫) ও মণিলাল কোঁহার (৩২)।