NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

তৃণমূলে সুস্মিতার রাজ্যসভার টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ !

ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর :  নির্বাচন কমিশন ছয়টি রাজ্যসভা আসনের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে৷ ভোটগ্রহণ ৪ অক্টোবর৷ সে দিনেই ভোটগণনা৷ অসম, পুদুচেরি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের একটি আসনে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে৷

Rananuj

বিধানসভার বর্তমান অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়ায় অসমে একটি আসনে ভোটগ্রহণ হবে৷ ওই আসনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিশ্চিত৷ তবে এ বার দেশবাসীর নজর পশ্চিমবঙ্গের আসনটির দিকে৷ বিশেষ করে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চান, তৃণমূল কংগ্রেস ওই আসনে কাকে প্রার্থী করে৷ সুস্মিতা দেব মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এ নিয়ে চর্চা বেড়ে যায়৷ তবে রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সুস্মিতার টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হতে শুরু করে৷ এক তৃণমূল নেতা জানালেন, ওই আসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুস্মিতা দেবের যোগদানের আগেই অন্য একজনকে বাছাই করে রেখেছেন৷ তাঁকে কথাও দিয়ে রেখেছেন৷ ওই ব্যক্তিটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহ কিনা, তা অবশ্য খোলসা করতে চাননি৷

সুস্মিতা দেব বলেন, তিনি ওইসব নিয়ে ভাবছেন না৷ এখন ত্রিপুরায় সংগঠনের কাজেই মনোনিবেশ করেছেন৷ ত্রিপুরায় আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই বলে অভিযোগ করেন সন্তোষকন্যা৷ বলেন, গণতান্ত্রিক পরিবেশের লেশমাত্র নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker