Barak UpdatesHappeningsBreaking News
মেডিনোভায় ২২জনকে বিনাখরচে অস্ত্রোপচার
ওয়েটুবরাক, ২ মেঃ নার্সিং হোমে বিনা খরচে অস্ত্রোপচার? অবিশ্বাস্য ঠেকলেও এমন কাজটিই করলেন শিলচর মেডিনোভা হাসপাতালের কর্ণধার ডা. নিশীথেন্দু দাস। তাও একটি-দুটি অপারেশন নয়, একেবারে ২২জন দুস্থ রোগীর বিনা খরচে পিন-হোল অস্ত্রোপচার করলেন তিনি ও তাঁর সঙ্গী চিকিৎসক ডা. নীলাদ্রি দে ও ডা. সুব্রত ভট্টাচার্য। এই অঞ্চলের বিশিষ্ট শল্য চিকিৎসক নিশীথেন্দু জানান, এটি করা হয়েছে মেডিনোভা বঙ্ক-প্রীতি হেলথ কেয়ার ফাউন্ডেশনের তরফে। এই ফাউন্ডেশন তাঁর বাবা-মায়ের স্মৃতিতে গড়া হয়েছে। অস্ত্রোপচারগুলিও তাঁদের স্মৃতিতেই করেছেন।
দুই চিকিৎসক ছাড়াও এই কাজে ওটি স্টাফ, নার্সিং স্টাফ, নন-নার্সিং স্টাফ, রিসেপশন ও অফিস স্টাফ সহ অন্যরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি। বলেন, আগামী দিনেও একই ভাবে গলব্লাডার, অ্যাপেনডিক্সের বিনা খরচে অস্ত্রোপচার করা হবে। তবে পরবর্তী কর্মসূচি কবে হবে, সে ব্যাপারে যথাসময়ে জানাবেন। তাঁর কথায়, ২০১৪ সাল থেকে এই ফাউন্ডেশন গরিব রোগীদের চিকিৎসায় সহযোগিতা করছে। সাধারণ জনতার মধ্যেও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মাঝেমধ্যেই তাঁরা শিবির করেন বলে জানান ডা. নিশীথেন্দু দাস।