NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে তৃণমূল ছাড়লেন আরও দুই বিধায়ক
ওয়েটুবরাক, ১২ জানুয়ারি: মেঘালয়ে তৃণমূল ছাড়লেন আরও দুই বিধায়ক। মারথন সাংমা ও জিমি ডি সাংমা৷ মারথন মেন্দিপথারের বিধায়ক ও টিকরিকিল্লার বিধায়ক জিমি ডি সাংমা৷ তাঁরা বুধবারই স্পিকার মেটবা লিংডোর হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন এনপিপিতে। ফলে তৃণমূলের হাতে এখন বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৯। অবশ্য মারথন ও জিমির দলবদল ছিল সময়ের অপেক্ষা। তাই ৫২ জনের প্রথম প্রার্থী তালিকা তাঁদের বাদ দিয়েই তৈরি করেছিল তৃণমূল। মারথন জানান, তৃণমূলে থেকে তিনি খুশি ছিলেন না, সমর্থকেরাও চাইছিল তিনি এনপিপিতে যোগ দিন। তাই এই সিদ্ধান্ত। জিমির নাম কনরাড পদত্যাগের অনেক আগেই প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন। এ বার তাঁকে লড়তে হবে বিরোধী দলনেতা মুকুল সাংমার বিরুদ্ধে। মারথনের বিরুদ্ধে মেন্দিপথারে বিজেপির হয়ে লড়তে পারেন সেংনাব। তৃণমূলের প্রার্থী পার্দিনান্দ ডি শিরা। এ দিকে এনপিপি ছেড়ে বিজেপিতে নাম লেখালেন প্রাক্তন মন্ত্রী ফ্র্যাঙ্কেনস্টাইন ডব্লু মোমিন ও তাঁর জামাই সেংনাব সি মোমিন।