Barak UpdatesHappeningsBreaking News

মুখ্যমন্ত্রীর বদলে আলগাপুর রাজস্ব চক্র পরিদর্শনে জিডি ত্রিপাঠি

ওয়েটুবরাক,  ১১ জুলাই : বন্যার সময় মুখ্যমন্ত্রী শিলচর-রাতাবাড়ি পরিদরশন করলেও যাননি হাইলাকান্দিতে৷ জনগণের এই ক্ষোভ প্রশমনে আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পাঠালেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ-র সিইও জ্ঞানেন্দ্র দেব ত্রিপাঠিকে।

Rananuj

গত ১০ জুলাই হাইলাকান্দির জেলাশাসক রোহন ঝা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে ত্রিপাঠি আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কালিনগর এলাকা ঘুরে দেখেন, জলসম্পদ বিভাগের পক্ষে সংস্কারের কাজ চলা বক্রিহাওর এলাকায় নদীবাঁধের কাজও পর্যবেক্ষণ করেন।

এছাড়াও পলারপার ও পাঁচগ্রাম এলাকায় বন্যা কবলিত এলাকায় গৃহীত বিভিন্ন সংস্কার কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি । ত্রিপাঠি এসডিআরএফের নৌকা করে বক্রিহাওর এলাকার বানভাসি বিভিন্ন পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হন।

পরবর্তীতে হাইলাকান্দির জেলাশাসকের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দেন। এতে জেলাশাসক রোহন ঝা, পুলিশ সুপার গৌরব উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সহযোগী বিভাগের আধিকারিকদের কাছ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker