India & World UpdatesHappeningsBreaking News
মিগজাউমের জেরে চেন্নাই জলের তলায়, হত ২
ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর : ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ জেরে ভাসছে চেন্নাই। একটানা বৃষ্টিতে একেবারে জলমগ্ন তামিলনাড়ুর রাজধানী। শুধু চেন্নাইই নয়, তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকাই জলের তলায়। চেন্নাইয়ে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই তামিলনাড়ুর উত্তর উপকূলের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে। জলের তোড়ে ভাসছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি।
দুর্যোগের দরুন চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় চেন্নাই সেন্ট্রাল থেকে ১১টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) মোতায়েন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মতে, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে, ৫ ডিসেম্বরের মধ্যাহ্নে নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝামাঝি বাপতলার কাছাকাছি আছড়ে পড়তে পারে।’
অন্ধ্রপ্রদেশ, কারিকলের বিস্তীর্ণ জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে।