Barak UpdatesHappenings
মহাসড়কের পাশে এরিকা পাম লাগালেন রোটারিয়ানরা
৬জুন: রোটারি ক্লাব শিলচর ও ইনারহুইল ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ পালিত হল ৫ জুন। ক্লাবের সদস্যরা মহাসড়কে গিয়ে ‘এরিকা পাম’ গাছের চারা লাগান। রোটারির এই উদ্যোগকে সফল করে তুলতে এগিয়ে আসেন আর্ট অব লিভিংয়ের দুই ডিভোটি শতাক্ষী ভট্টাচার্য ও শোভন ব্যানার্জি। তাঁরা বহু মূল্যবান ‘এরিকা পাম’ গাছের চারা তুলে দেন রোটারির হাতে।
ইনার হুইলের সুতপা ভট্টাচার্য, রোটারির বেনুলাল বর্মণ, শিবব্রত দত্ত, প্রদীপ পাটোয়া সহ অন্যরা অংশ নেন কর্মসূচিতে। রোটারির বেনুলাল বাবু জানান, এরিকা পাম একটি গুরুত্বপূর্ণ গাছ। এটি ঘরে -বাইরে লাগানো যায়। সাজ-সজ্জার কাজে লাগে গাছটি। আর সবচেয়ে বিশেষ দিক হল অন্যান্য গাছের তুলনায় ৩০ শতাংশ বেশি অক্সিজেন দিতে পারে এরিকা পাম।