NE UpdatesHappeningsBreaking News
মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে গুলি, আহত ১
ইম্ফল, ১০ জুন : পুনরায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। সোমবার জিরিবাম যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কনভয়ে গুলি করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে সে সময় নিরাপত্তা রক্ষীর কনভয়ের সঙ্গে ছিলেন না মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। নতুনদিল্লি থেকে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী ইম্ফলে এসে পৌছেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোনও সন্দেহভাজন উগ্রপন্থী মণিপুরের কাংপোকপি জেলায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে গুলি চালায়। এই কনভয়টি ইম্ফল থেকে জিরিবামের উদ্দেশে রওনা দিয়েছিল। পুলিশ আরও জানায়, সকাল সাড়ে ১০টা নাগাদ অজ্ঞাত জঙ্গিরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর কনভয় লক্ষ্য করে এ ঘটনা ঘটিয়েছে। একটি সূত্রে জানা গেছে, ৫৩নং জাতীয় সড়কের কোটলেন নামের একটি গ্রামের কাছে টি লাইজাঙে কিছুক্ষণ আগেও দফায় দফায় গুলি চালনার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, শনিবার সন্দেহভাজন উগ্রপন্থীরা জিরিবামে দুটি পুলিশ চৌকি, একটি বন বিভাগের বিট কার্যালয় এবং কম করেও ৭০টি সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় তীব্র অভিযান শুরু করেছে। এই অভিযানে রয়েছে আসাম রাইফেলস, সিআরপিএফ ও মণিপুর পুলিশের বিশেষ দল।