NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মঙ্গলবার বিমানে এক লক্ষ লিটার পেট্রল আসবে শিলচরে
ওয়েটুবরাক, ২০ জুনঃ রেললাইন একমাসের বেশি সময় ধরে বন্ধ। বেশ কিছুদিন থেকে সড়কপথেও যানবাহন চলছে না। এর মধ্যে কোথাও বাঁধ ভেঙে, কোথাও উপচে জল ঢুকছে জনপদে। এই অবস্থায় পেট্রোপণ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভিডিয়ো কনফারেন্সে এ কথা জানতে পেরেই ঘোষণা করেন, মঙ্গলবার বায়ুসেনার বিমানে শিলচরে একলক্ষ লিটার পেট্রল পাঠানো হবে। পরবর্তী দুদিনও পেট্রোপণ্য সহ অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী আকাশপথে শিলচরে পৌঁছাবেন তিনি। তাঁর দাবি, শুধু পেট্রল-ডিজেল নয়, কোনও জিনিস নিয়েই চিন্তা করতে হবে না। বরাক উপত্যকায় এত সামগ্রী পাঠানো হবে যে স্বাধীনতার পর মানুষ এমনটা ভাবেনইনি।
এ দিনের ভিডিয়ো কনফারেন্সে জেলাশাসকরা ছাড়াও বিমানবাহিনী, সেনাবাহিনী এবং রেল দফতরের উচ্চপদ্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জরুরি প্রয়োজনে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাজওয়ানদের ডেকে নিতে জেলাশাসকদের নির্দেশ দেন। সঙ্গে জানিয়ে দেন, ত্রাণকার্যে যেন কোনও গাফিলতি না হয়। এই বিষয়টিতে গুরু্ত্ব দিতে হবে। ত্রাণশিবিরগুলিতে স্বা্স্থ্য পরীক্ষার ব্যবস্থা করতেও বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জেলাশাসকদের বলেন, জল নেমে গেলেই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঙ্গে স্থানে স্থানে স্বাস্থ্য শিবির করার কথাও তিনি আগাম বলে রেখে দিয়েছেন।তিনি জেলাশাসকদের একমাসের মধ্যে ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছেন।