Barak UpdatesHappeningsBreaking News
ভোটার তালিকা : ৭ দিনে দাবি আপত্তি নিষ্পত্তির নির্দেশ
ওয়েটুবরাক, ২৩ নভেম্বর : ভোটার তালিকার চলতি সংশোধন প্রক্রিয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তথা বরাক ভ্যালি কমিশনার নীরা গগৈ সোনোয়াল মঙ্গলবার কাছাড় জেলার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ওইসব ভোটকেন্দ্রে ভোটার তালিকায় নাম সংযোজন-বিয়োজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। লক্ষ্মীপুর বিধানসভা আসনের ৪৯৩ নং লালপানি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওই এলাকার কয়েকটি ভোটকেন্দ্রের বি এল ওদের সঙ্গেও এক সভায় মিলিত হন পর্যবেক্ষক সনোয়াল। তিনি ভোটার তালিকায় নাম তোলা, স্থানান্তর, কর্তন ইত্যাদি সংক্রান্ত দাবি ও আপত্তিগুলি পাওয়ার সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন।
সভায় পর্যবেক্ষক সোনোয়াল ওই অঞ্চলে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত দেখা দেওয়া বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। এরপর তিনি লক্ষ্মীপুর এবং রংপুর এলাকার আরও কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন৷ সে সব কেন্দ্রেরও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন। পর্যবেক্ষকের সঙ্গে শিলচর সদরের এসডিও মনসুর আলম মজুমদারও ছিলেন।