Barak UpdatesHappeningsBreaking News
ভুয়ো খবর প্রচারের জন্য ২ ভুঁইফোড় সাংবাদিক গ্রেফতার কাছাড়ে
ওয়ে টু বরাক, ১৭ আগস্ট ঃ একটি সংবাদ প্রতিষ্ঠান খুলতে গেলে এর পেছনে অনেক বিধি নিয়ম রয়েছে। সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন যেমন আনতে হয়, তেমনি আরও বহু বিষয় রয়েছে, যা ঠিকভাবে বজায় রাখলে তবেই এর অনুমতি মেলে। কিন্তু আজকাল যেভাবে একের পর এক প্রতিষ্ঠান গজিয়ে উঠছে, সবগুলো কি এইসব বিধি নিয়ম মেনে খোলা হচ্ছে ? বাইরের মানুষ তো বটেই, সাংবাদিকতার পেশায় থাকা অনেকের কাছেই এ এক বড় প্রশ্ন। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। এ বার এইসব ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে খড়গহস্ত পুলিশ।
ফেসবুক পেজ তৈরি করে ভুয়ো খবর প্রচার করার জন্য দুই ভুঁইফোড় সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। উধারবন্দ পানগ্রামের বাসিন্দা এই দুই সাংবাদিক মুহিম উদ্দিন ও ইয়াদুল হোসেন। জানা গেছে, এদের বিরুদ্ধে আগেই পুলিশের কাছে অভিযোগ ছিল। এমনকি ভুয়ো সংবাদ প্রচার করার বিষয়টিও নজর রেখে যাচ্ছিল পুলিশ। এর ভিত্তিতেই পুলিশ বুধবার রাতে এদের বিরুদ্ধে অভিযান চালায়। এরপরই এই দুজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে এই দুজনকে জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।