Barak UpdatesHappeningsSportsBreaking News
ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম — ডিএসএর ইনডোর গেমস শুরু
ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারি : শুরু হলো শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর বিভাগের বার্ষিক রঞ্জিত দে স্মৃতি ব্যাডমিন্টন, কৃপাময় রায় স্মৃতি টেবিল টেনিস ও ড: সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি ক্যারম প্রতিযোগিতার আসর। শুক্রবার বিকাল সাড়ে চারটায় সংস্থার সহ-সভাপতি নীলাভ মৃদুল মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক পরিবারের পক্ষে রাজীব দে, রুমা দে, কৃষ্ণেন্দু রায়, সুশান্ত ভট্টাচার্য, সুমন্ত ভট্টাচার্য, বিশেষ অতিথি প্রাক্তন ক্যারম খেলোয়াড় কানাই পাল, সংস্থা সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সচিব অরিজিৎ গুপ্ত, স্টেডিয়াম সচিব দেবাশিস সোম, লাইফ মেম্বার সীমান্ত ভট্টাচার্য, সংস্থা সদস্য নিখিল পাল, চন্দন শর্মা, নিতাই পাল, পৃথ্বীশ পাল, ক্রীড়াপ্রেমী সাধন পুরকায়স্থ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংস্থার পতাকা উত্তোলন করেন নীলাভ মৃদুল মজুমদার, উদ্বোধনী নৃত্য (গণেশ বন্দনা) পরিবেশন করে শাটলার চিরন্তন মজুমদার। ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম খেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজীব দে, সুমন্ত ভট্টাচার্য, সুশান্ত ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, সুজন দত্ত, নীলাভ মৃদুল মজুমদার, কানাই পাল, ইনডোর সচিব সঞ্জু রায় ও ব্যাডমিন্টন কোচ রাহুল দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্জু রায়।