Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বেঙ্গালুরুতে ট্রেনে উদ্ধার শিলচরের তরুণ ব্যাঙ্কারের মৃতদেহ
ওয়েটুবরাক, ২৬ মার্চঃ শিলচরের যুবক কর্ণাটকের শিবমোগায় ব্যাঙ্ক ম্যানেজার পদে চাকরি করছিলেন। স্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। থাকেন শিমোগাতেই। তবে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া লেগেই থাকে। তাঁর ফেরার সময় স্বামী অশোক রায়চৌধুরী সিমোগা থেকে রেলে এসে যশোবন্তপুর স্টেশন থেকে তাঁকে নিয়ে যান। এ বারও এমনই হওয়ার কথা ছিল। শনিবার শিলচর থেকে বিমানে কলকাতা পৌঁছালেন অনুষ্কা চক্রবর্তী, সেখান থেকে আকাশপথেই বেঙ্গালুরু। ও দিক থেকে বিকালে শিবমোগা-যশোবন্তপুর ট্রেনে রওয়ানা হন অশোক। ট্রেনে উঠে বাড়িতে মায়ের সঙ্গে কথাও হয়। বিমানবন্দর থেকে সময়মতই যশোবন্তপুর রেলস্টেশনে পৌঁছান অনুষ্কা। ট্রেনও যথাসময়ে যশোবন্তপুরে পৌঁছায়। কিন্তু অশোককে খুঁজে পাননি তিনি। ট্রেনে উঠে সবকটি কামরা ঘুরে দেখেন। কোথাও তাঁর দেখা নেই। মোবাইলটি বেজেই চলেছে। রবিবার দুপুরে ওই ট্রেনেরই শৌচালয় থেকে উদ্ধার হয় ব্যাঙ্ক ম্যানেজারের দেহ। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় যশোবন্তপুরের রেল পুলিশ একে হত্যা বা কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলতে নারাজ। তাদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন 33 বছরের অশোক। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন তাঁরা।
এ দিকে তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ সংবাদ পেয়েই তাঁর শ্বশুর কাছাড় কলেজের শিক্ষক অপূর্ব চক্রবর্তী শিলচর থেকে বেঙ্গালুরু গিয়ে পৌঁছেছেন। ময়না তদন্তের পর তিনি জামাতার দেহ শিলচরে নিয়ে আসবেন। তাঁরা একে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে পারছেন না। কারণ পুলিশ শনিবার রাতে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন দুই স্টেশনের মধ্যবর্তী জায়গায় খুঁজে পায়। দ্বিতীয়ত, নিখোঁজ মামলা দায়েরের আগে থেকে রেল পুলিশ তাঁকে খুঁজে পেতে চেষ্টা করে চলেছে। এই অবস্থায় শৌচাগার দেখা হয়নি, বিশ্বাস করতে পারছেন না তাঁরা।