India & World UpdatesHappeningsBreaking News
বিয়ের অর্থ থেকে করোনা তহবিলে দিয়ে চর্চিত যুবক
২৭ এপ্রিল : করোনা বিপর্যয়ে অর্থসাহায্য করে বেশ চর্চায় রয়েছেন তেলেঙ্গানার এক যুবক। করোনা মোকাবিলায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একইভাবে এগিয়ে এলেন তেলেঙ্গানার এক যুবকও। সূত্রে জানা গেছে, তিনি ২ লক্ষ টাকা দিয়েছেন সরকারি ত্রাণ তহবিলে।
অনুদান তো দিচ্ছেন অনেকে, তাহলে এই যুবকের সাহায্যে কী বিশেষ? হ্যাঁ, বিয়ের জন্য জমানো টাকা থেকেই এই অর্থ দিয়েছেন তেলেঙ্গানার তরুণ। আর এটাই তাঁকে খবরে নিয়ে এসেছে। রবিবার সকালেই বিয়ে সেরেছেন সন্তোষ নামের এই যুবক। আর দাম্পত্য জীবন শুরুর প্রাকমুহূর্তেই এমন উল্লেখযোগ্য কাজ করলেন তিনি। তেলেঙ্গানার মন্ত্রী, বিধায়ক সহ সচেতন নাগরিকরা তাঁর এই কাজের প্রশংসা করেছেন।
তাঁদের কথায়, আমজনতার স্বার্থে সন্তোষ যে পদক্ষেপ নিয়েছেন তা আরও অনেককেই প্রভাবিত করবে। আগামীদিনে হয়তো এই মানসিকতাকে আদর্শ মেনে সাহায্য করতে এগিয়ে আসবেন অনেকেই। তবে অনুষ্ঠান, ভিড় এগুলোতে সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে এই বিয়ে আয়োজন হলো, তা নিয়ে জলঘোলা চলছে বিভিন্ন মহলে।