Barak UpdatesHappeningsBreaking News
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে চন্দ্রজ্যোতিকে সংবর্ধনা
ওয়েটুবরাক, ২ জুলাই: বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে প্রাক্তন ধারাভাষ্যকার চন্দ্রজ্যোতি ভট্টাচার্যকে করিমগঞ্জ বাকসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার এ উপলক্ষে বাকসের করিমগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা চন্দ্রজ্যোতি ভট্টাচার্যের ঘরে গিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাকসের প্রাক্তন সভাপতি জাকির হুসেন, প্রাক্তন সচিব সুকান্ত শর্মা ও মাসুম চৌধুরী। সংবর্ধনা গ্রহণ করে চন্দ্রজ্যোতি ভট্টাচার্য তাঁর ধারাভাষ্যকার হয়ে ওঠার পিছনের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। বলেন, আর কে জৈনের জন্যই তিনি আকাশবাণীর ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেন। তবে এর আগে তিনি শিলচর আকাশবাণীর কথক হিসেবে কাজ করতেন। তিনি পরবরতীতে শিলচর দূরদর্শন কেন্দ্রের ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন।