NE UpdatesHappeningsBreaking News
বিতর্কিত মিয়া মিউজিয়ামের যাত্রা আসামের গোয়ালপাড়া জেলায়
ওয়ে টু বরাক, ২৩ অক্টোবর ঃ আসামে যাত্রা শুরু করল বহু বিতর্কিত মিয়া মিউজিয়াম। রাজ্যের কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম স্থাপনের দাবি জানিয়ে তীব্র বিতর্কের মধ্যে পড়েছিলেন বিধায়ক শেরমান আলি আহমেদ। কিন্তু এর বিপরীতে গোয়ালপাড়ার মিয়া অধ্যুষিত এলাকায় বাস্তব রূপ পেলো মিয়া মিউজিয়াম। লক্ষীপুরের ডাপকারভিটায় মিয়া পরিষদের জেলা সমিতির উদ্যোগে এই মিউজিয়ামটি স্থাপন করা হয়। এই মিউজিয়ামে মিয়াদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী সংরক্ষিত করা হয়েছে। এতে টুপি, লাঙ্গল ও কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে।
বেশ কিছুদিন আগে আসামের কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম স্থাপনের দাবি তুলে রাজ্যজুড়ে বিতর্কের সৃষ্টি করেন বিধায়ক শেরমান আলি। এরপর তাঁর এই দাবির প্রেক্ষিতে রাজ্যজুড়ে ধিক্কার জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ অন্য শাসক দলের মন্ত্রী বিধায়করা শেরমান আলির তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু এতোদিন পর কলাক্ষেত্রে না হলেও গোয়ালপাড়া জেলায় এই মিয়া মিউজিয়ামটি বাস্তব রূপ পায়। এ দিন এই মিউজিয়ামটি উদ্বোধন উপলক্ষে হাজার হাজার মিয়া সেখানে সমবেত হয়েছিলেন।
জানা গেছে, বিধায়ক শেরমান আলি বর্তমানে দিল্লিতে রয়েছেন। উদ্বোধন উপলক্ষে সেখানে উপস্থিত মিয়া ব্যক্তিত্বরা জানান, এই মিউজিয়ামটির দাবি তাঁদের দীর্ঘদিনের। এ নিয়ে বহু কাঠখড় পোড়ানো হয়েছে। এখন অবশেষে এটি বাস্তব রূপ পেয়েছে।