Barak UpdatesBreaking News
বিজ্ঞপ্তি জারি, শিলচর পুর নিগম নির্বাচনের প্রস্তুতি শুরু
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর: শিলচর পুর নিগম গঠনের গ্যাজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরপরই শুরু নির্বাচনের প্রস্তুতি। সরকারি পক্ষ যে এ নিয়ে আর বিলম্ব করতে চাইছে না, তাঁদের আকস্মিক তৎপরতায় তা স্পষ্ট। আজ বুধবারই সর্বদলীয় বৈঠক ডেকেছেন কাছাড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব। এই বৈঠকেই আসন সংরক্ষণ চূড়ান্ত করে নিতে চাইছেন তিনি।