Barak UpdatesHappeningsBreaking News

বিজেপি আমলে কাজই হয়নি, কালাইনে রঞ্জিৎকে মুখের ওপর বলে দিলেন গৌতম সমর্থকরা

২২ ডিসেম্বর: বিজেপির আমল, পরিবর্তনের ছোঁয়া, লম্বা চওড়া বক্তৃতা করছিলেন সবাই৷ শেষে রঞ্জিৎ দাসের প্রশ্নে বেলুন চুপসে গেল৷ সোমবার কালাইন মাঠে আয়োজিত সভার মধ্যেই জোর গলায় আওয়াজ ওঠে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি৷ মূলত গৌতম রায় অনুগামীরা অমরচাঁদ জৈনের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে বিজেপি আমলের পরিবর্তনের সুফলের দাবিকেই নস্যাৎ করে দিলেন৷ তাতে স্বাভাবিক কারণেই খুশি কংগ্রেস, এআইইউডিএফ সহ বিরোধীরা৷ বিজেপি আমলে কাটিগড়ায় উন্নয়নমূলক কাজ হয়নি, তাদের বক্তৃতা ও কাজে মিল নেই, তা বোঝানোর জন্য বিরোধীদের খাটুনির প্রয়োজন নেই, বিজেপির গৌতম শিবির একে অনেকটা সহজ করে দিলেন৷

Rananuj

সোমবারের কালাইন ও কাটিগড়া মণ্ডল বিজেপি কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়৷ পৌরোহিত্য করেন জেলা সভাপতি কৌশিক রাই৷ পূর্ণ কংগ্রেসি কায়দায় স্থানীয় বিধায়ক অমরচাঁদ জৈন বক্তৃতা করতে উঠলে একদল নেতা-কর্মী লাগাতার বাধা দিতে থাকেন৷ তাঁর সব দাবি ভুয়ো বলে আওয়াজ তোলেন৷ পরে গৌতম রায় বক্তৃতা করতে উঠলে তাঁরা জয়ধ্বনি দিয়ে নিজেদের পরিচয় প্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker