Barak UpdatesHappeningsBreaking News
বিচারকের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ! তদন্তে কমিটি
ওয়েটুবরাক, ১৯ ফেব্রুয়ারি: ধর্ষণের মামলায় গোপন শুনানিতে অভিযোগকারিণীকে ডেকে শ্লীলতাহানি করেছেন খোদ বিচারকই। ত্রিপুরায় এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই তিন বিচারককে নিয়ে তদন্তকারী দল ঘোষণা করা হয়েছে৷ ধলাই জেলার দায়রা বিচারক গৌতম সরকারের নেতৃত্বে ওই দলে রয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাহুল রায় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সত্যজিৎ দাস।
নির্যাতিতা কমলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তাতে তিনি বলেন, গত শুক্রবার ওই তরুণী গোপন জবানবন্দি দিতে বিচারকের চেম্বারে যান। নিয়মমাফিক ধর্ষণের শিকার কোনও মহিলা গোপন জবানবন্দি দিতে গেলে তাঁর সঙ্গে একজন মহিলা কনস্টেবল থাকেন। এ ক্ষেত্রেও একজন ছিলেন অভিযোগকারিণীর সঙ্গে। তবে তাঁর দাবি, ওই বিচারক কনস্টেবলকে চেম্বারে ঢুকতে দেননি। তাঁর দাবি, ঘরে তাঁকে একাকী পেয়ে ওই বিচারক তাঁকে অশ্লীল ভাবে স্পর্শ করেন। হুমকি দেন, এ কথা বাইরে কাউকে বললে মামলার ফল বিরুদ্ধে যাবে। তবে ওই তরুণী চেম্বার থেকে বেরিয়ে এসে পুলিশে অভিযোগ জানান৷ তবে পুলিশ এখনও ওই বিচারকের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। তাদের যুক্তি, তদন্ত চলছে। প্রাথমিক ভাবে অভিযোগ প্রমাণিত হলেই মামলা নথিভুক্ত করা হবে।
তাঁর স্বামী বলেন, ‘ওই বিচারক আমার স্ত্রীকে বলেছিলেন, গোপন জবানবন্দি নিতে হলে এই সব করতেই হয়। এ কথা শুনে আমার স্ত্রী আপত্তি করে। ও কাঁদতে শুরু করে। সেই সময়ে ওই বিচারক আমার স্ত্রীকে চেম্বার থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করতে বলেন। একজন বিচারকের চরিত্র যদি এমন হয়, তা হলে সুবিচারের জন্য মানুষ যাবে কোথায়?’