NE UpdatesHappeningsBreaking News
ডাবল ইঞ্জিন বলেই দ্রুত উন্নতি হচ্ছে ত্রিপুরার, পূর্ণরাজ্য দিবসে মোদি
ওয়েটুবরাক, ২১ জানুয়ারি: মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার পূর্ণরাজ্য ঘোষণার ৫০ বছর পূর্তিতে তিন রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় সমগ্র রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। দাবি করেন, ত্রিপুরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সড়ক, রেল, আকাশ এবং জলপথে রাজ্যটি সমগ্র বিশ্বের সঙ্গে জুড়তে চলেছে। তিনি বলেন, এটা সম্ভব হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার বলেই৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশভাগের সময় থেকে যন্ত্রণা ত্রিপুরা অনেক সহ্য করেছে। আধুনিক ত্রিপুরা গঠনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের অবদানের কথাও তিনি উল্লেখ করেছেন।
আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং রাজ্যের মন্ত্রীবর্গ।
শুক্রবার ত্রিপুরা সরকার ‘লক্ষ্য ২০৪৭’ ঘোষণা করেছে।