NE UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহ : আসামে গ্রেফতারের সংখ্যা বেড়ে ২১৭০
গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ মামলায় গত ২৪ ঘণ্টার পর আরও গ্রেফতার হয়েছে আসামে। বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ২১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট মামলার সংখ্যাও বেড়ে হয়েছে ৪০৭৪। রাজ্য পুলিশের মুখপাত্র প্রশান্ত কুমার ভূঁইয়া আজ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, শুক্রবার রাত পর্যন্ত ২০৪৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে অনেককে জেলা আদালতে পেশ করার পর জেলে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, ১৪ বছরের কম বয়সিদের যারা বিয়ে করেছে, তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হচ্ছে। যতদিন রাজ্যে বাল্যবিবাহ চলবে, ততদিন গ্রেফতারও চলতে থাকবে।