Barak UpdatesBreaking News

কংগ্রেস জিতলে কাগজ কল খুলবে, বরাক হবে ব্যবসার হাবঃ রাহুল
Congress will revive paper mill if it wins, Barak will become business hub: RaGa

৯ এপ্রিলঃ কাছাড় কাগজ কলে উতপাদন বন্ধ। ২ বছর ধরে শ্রমিক-কর্মচারীদের বেতন নেই। বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিল খোলার অঙ্গীকার করেছিলেন। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী কেউ প্রতিশ্রুতি দিতে কার্পণ্য করেননি।

তাই কংগ্রেস মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতির জনসভার জন্য পাঁচগ্রামকেই বেছে নিয়েছিল। কিন্তু বৃষ্টিস্নাত সভায় রাহুল গান্ধী যে জাতীয় রাজনীতিতেই আটকে থাকলেন! চিন্তায় পড়ে গিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। শেষে আসেন বরাক উপত্যকা প্রসঙ্গে। অঙ্গীকার করলেন, কংগ্রেস সরকার গড়লে এই অঞ্চল হবে উত্তর-পূর্বের ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র বা বিজনেস হাব। চার রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে, আছে আন্তর্জাতিক সীমান্ত। ব্যবসা বাণিজ্যের বিরাট সুযোগ গড়ে উঠবেই এই উপত্যকায়।

কিন্তু কাগজ কল? না, কারও স্লিপ পাঠাতে হয়নি। কেউ কানের কাছে গিয়ে মনেও করিয়ে দেননি। একসময় রাহুল গান্ধী নিজেই বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় ফিরলে অসমের দুটো কাগজ কলই খোলা হবে। হাততালি শুরু হয় মাঠ জুড়ে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker