Barak UpdatesHappeningsBreaking News
বার্মিজ সুপারি মামলা : রমনদীপকেও জেরা
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : মিজোরাম এবং বরাক উপত্যকাকে করিডর করে চলছে মায়ানমারের সুপারির অবৈধ পাচার বাণিজ্য৷ সিন্ডিকেট গড়ে ভারত সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে কোটি কোটি টাকার কর-রাজস্ব৷ এর চেয়ে বড় কথা, তাদের অবৈধ কারবারের জন্য মার খাচ্ছে স্থানীয় সুপারি উৎপাদন ও ব্যবসা৷ আসাম পুলিশ এই সিন্ডিকেটের পাণ্ডাদের কাছে গিয়ে পৌঁছাতে বড়সড় ছক কষে এগোচ্ছে৷ কাছাড় জেলার ওপর দিয়ে কী করে এত এত লরি বার্মিজ সুপারি চলাচল করছে, তা জানতে দশ ওসি-আইসিকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়৷ চারদিন ধরে তাদের গুয়াহাটিতে বসিয়ে রাখা হয়েছে৷ এর মধ্যে কাল বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌরকে৷ নানা ভাবে জেরা করা হয় তাঁকেও৷