NE UpdatesHappeningsAnalyticsBreaking News
বাবা মায়ের সঙ্গে সাক্ষাতে ৪ দিন ছুটি পাবেন কর্মচারীরা
২৪ নভেম্বর : বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য বছরে ৪ দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা। বছরের জানুয়ারি মাসে কর্মচারীদের এই ছুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বুধবার এ কথা ঘোষণা করেছেন। বঙ্গাইগাঁওয়ে রাজ্য ক্যাবিনেটের বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।
এতে বলা হয়েছে, রাজ্য সরকারের সব কর্মচারীকে তাদের বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি মঞ্জুর করা হবে। কিন্তু যদি কোনও কর্মচারীর বাবা ও মায়ের মধ্যে কেউ জীবিত না থাকেন, তাহলে তারা এই ছুটি শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, কর্মচারীদের এই ছুটি কেবলমাত্র তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য দেওয়া হবে।
তবে কোনও কর্মচারী তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করতে না চাইলে এই ছুটি পাবেন না। এমনকি মন্ত্রী, আইএএস আধিকারিক, আইপিএস অফিসাররাও এই ছুটি পাবেন।