Barak UpdatesHappeningsBreaking News
বাঁশকান্দি ব্লক কার্যালয়ের সাইনবোর্ডে ইংরেজি-অসমিয়া, নেই বাংলা, ক্ষোভ
ওয়েটুবরাক, 10 এপ্রিলঃ বরাক উপত্যকায় সরকারি তরফে ফের সরকারি ভাষা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বাঁশকান্দি ব্লক কার্যালয়ে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে শুধুই অসমিয়া ও ইংরেজিতে লেখা। সরকারি ভাষা আইনে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হলেও ওই সাইনবোর্ডে বাংলা লেখা নেই। একে ইচ্ছাকৃত ভাবে বাংলা ভাষার অপমান করা বলে সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করছেন।
বাঁশকান্দি ব্লক কার্যালয়ের এই কাণ্ডে প্রতিবাদমুখর হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। লক্ষীপুর আঞ্চলিক কমিটির সম্পাদক কার্তিক রায় বলেন, আমরা কোনও ভাষার বিরোধী নই। কিন্তু অন্যান্য ভাষার সঙ্গে বাংলাকেও রাখা চাই। নইলে আইনবিরুদ্ধ কাজ হয়। তিনি অবিলম্বে ওই সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান। নইলে আন্দোলনের হুমকি দেন। আরও কোথাও এই ধরনের আইনবিরুদ্ধ কাজ সরকারি তরফে করা হলে সেগুলিও শোধরে নিতে আর্জি জানান।