SportsBreaking News
বরাক ভলিবল করছে শিলচর ডিএসএ
৪ জানুয়ারি: জগন্নাথ সিং স্মৃতি বরাক উপত্যকা ভিত্তিক প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতা হবে ৭ জানুয়ারি। একদিনের প্রতিযোগিতায় অংশ নেবে চারটি দল। আসর হবে জগন্নাথ সিংয়ের স্মৃতিতে। প্রতিযোগিতা স্পনসর করছেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অজিত সিং।
গ্রামীণ ভলিবল ও আন্ত: ক্লাব ভলিবল করলেও এবারই প্রথম বরাক উপত্যকা ভিত্তিক প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতা করছে শিলচর ডিএসএ। শিলচর ডিএসএ ছাড়াও হাইলাকান্দি , করিমগঞ্জ এবং লক্ষীপুর ডিএসএ-ও এতে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়া দেওয়া হবে নগদ এগারো হাজার টাকা। আর রানার্স দল ট্রফির পাশাপাশি পাবে ছয় হাজার টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে সাড়ে তিন হাজার ও আড়াই হাজার টাকা করে।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কে দেওয়া হবে এক হাজার টাকা। আজ সাংবাদিক বৈঠক ডেকে এসব তথ্য পেশ করেন শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত ও বলস সচিব শ্যামল দাস, স্পনসরার অজিত সিং।