NE UpdatesHappeningsBreaking News

CM Sonowal interact with students, urges them to make quality use of time
‘ছাত্র জীবনের সঠিক ব্যবহার করে জীবনে সফল হও’, পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় মুখ্যমন্ত্রীর

৬ মার্চ : ছাত্র জীবনের সোনালি দিনগুলো যথাযথ ব্যবহার করে জীবনে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়ুয়াদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ড্রাগস-এর মতো মহামারী থেকে সবসময় দূরে থাকতে মুখ্যমন্ত্রী এ দিন পড়ুয়াদের বলেছেন। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার না করার জন্যও মুখ্যমন্ত্রী উপদেশ দেন।

বৃহস্পতিবার আসাম বিধানসভার সেন্ট্রাল হলে নগাঁও জেলার রহা মহাবিদ্যালয় এবং ড. বি কে বি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সময়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন।

অন্যদিকে সোনোয়াল ছাত্রছাত্রীদের নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখার কথাও বলেন। তিনি এও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশকে একটি স্বাস্থ্যবান সবল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। এজন্য ছাত্রছাত্রীদের নিয়মিত শারীরিক অনুশীলন ও ইতিবাচক মানসিকতা বজায় রেখে জীবনে এগিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker