NE UpdatesAnalytics
গৌরব গগৈকে ত্রিপুরার দায়িত্ব দিয়ে ২৪ ঘণ্টায় সরিয়ে দিল এআইসিসি
১১ অক্টোবর : মাত্র ২৪ ঘণ্টার জন্য ত্রিপুরা কংগ্রেসের দায়িত্বে ছিলেন গৌরব গগৈ। এরপরই তাঁকে ত্রিপুরায় জায়গায় সিকিমের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কেন এই পরিবর্তন, তা অবশ্য স্পষ্ট করেনি এআইসিসি। সেই জায়গায় ফের নিয়ে আসা হয়েছে ফেলেরিওকে। দুদিন আগে ত্রিপুরা ও মণিপুরে কংগ্রেসের নতুন দায়িত্ব পেয়েছিলেন আসামের কলিয়াবর লোকসভা আসনের সাংসদ গৌরব গগৈ।
গৌরব বর্তমানে পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের দায়িত্বে রয়েছেন। নতুন দুটি রাজ্যের দায়িত্ব তাঁকে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছিল। এর আগে ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে উত্তরপূর্বের অন্য কয়েকটি রাজ্যে নিখিল ভারত কংগ্রেস কমিটির দায়িত্বে ছিলেন লুইজিনহো ফেলেরিও।
বুধবারই সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক বিবৃতিতে বলেছিলেন, ‘গৌরব গগৈ পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের সঙ্গে ত্রিপুরা ও মণিপুরের দায়িত্ব সামলাবেন। ফেলেরিও এই দুটি রাজ্য ছাড়া বাকি রাজ্যের ইনচার্জ হিসেবে থাকবেন।’ তবে এখন ফেলেরিওর হাতে ফের ত্রিপুরার দায়িত্ব দেওয়া হল।
রাজ্যে ফেলেরিওর হস্তক্ষেপের অভিযোগ তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে প্রদ্যুত কিশোর মাণিক্য দেববর্মা পদত্যাগ করার পরই এআইসিসি ফেলেরিওকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে, ত্রিপুরা ও মণিপুরের নতুন দায়িত্ব গ্রহণ করে গৌরব গগৈ টুইট বার্তায় জানিয়েছিলেন, মহানবমীর দিন তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করে ধন্য হয়েছেন, মা দুর্গার আশীর্বাদ পেয়ে তিনি ধন্য। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিশ্বাস তিনি কখনই নষ্ট হতে দেবেন না। কিন্তু সে সুযোগ না দিয়ে এআইসিসি-ই তাঁকে ত্রিপুরার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।