SportsBreaking News
ফুটবল উদ্বেগ বাড়াচ্ছে জার্মানিতে
18 মেঃ শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভেঙে বিতর্কে জড়ালেন ফুটবলারেরা। গোলের পরে আনন্দে কেউ সতীর্থকে চুম্বন করলেন। কেউ আবার জড়িয়ে ধরলেন। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন জার্মানির সরকার। এখন স্বাস্থ্যবিধি আরও কড়া করার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে।
বিতর্কের সূত্রপাত শনিবার বুন্দেশলিগায় হফেনহেইম বনাম হের্থা বার্লিন ম্যাচে। হের্থা বার্লিনের মার্কো গ্রুইচ চুম্বন করেন সতীর্থ দেদ্রিক বোয়াতাকে। তবে এই ঘটনায় গোটা জার্মানিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উদ্বিগ্ন নন দলের ম্যানেজার ব্রুনো লাবাদিয়া। তাঁর যুক্তি, ফুটবলারদের অনেক বার করোনা পরীক্ষা হয়েছে। একে মেনে নেওয়া যেতেই পারে। কিন্তু বাভেরিয়া প্রদেশের মন্ত্রী মার্কাস সোয়েদের সংবাদ মাধ্যমে বলেছেন, ‘‘ফুটবলের মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। ফলে কঠোর ভাবে সব নিয়ম আমাদের মেনে চলতে হবে।’’