India & World UpdatesHappeningsBreaking News

আজ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, আত্মবিশ্বাসী উভয়ই

ওয়েটুবরাক, ১৪ অক্টোবর : ওয়ানডে বিশ্বকাপে আজ শনিবার ভারত-পাকিস্তান মহারণ।  আহমেদাবাদে রোমাঞ্চকর এই লড়াই শুরু হবে দুপুর আড়াইটায়। এর আগে থাকবে বিশেষ সঙ্গীত আয়োজন। বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোনও সাংস্কৃতিক আয়োজন না থাকলেও, এই ম্যাচের আগে গান গাইবেন অরিজিত সিং, শঙ্কর মহাদেবানের মতো জনপ্রিয় তারকা।

ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ১৩৪ ম্যাচে। এর মধ্যে ভারত জিতেছে ৫৬টি আর পাকিস্তান ৭৩টি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সাতবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। একচেটিয়া আধিপত্য ভারতের।

সবশেষ এশিয়া কাপেও মুখোমুখি লড়াইয়ে বড় ব্যবধানে জিতেছে ভারত। পাকিস্তানকে হারিয়েছে ২২৮ রানে।

এবারের বিশ্বকাপে দুদলই এখনও সফল। ভারত পরাস্ত করেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান।

দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী দলের ছেলেরা, এমনটিই বলছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বলেন, “ভারতের বিপক্ষে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা। কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা করা হবে। নাসিম শাহকে মিস করব। তবে শাহীন আফ্রিদির কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করছি।”

এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলছেন, “দর্শক আমাদের পক্ষে থাকবে। তবে জিততে হলে, ম্যাচে খুব ভালো পারফর্ম করতে হবে। অতীতে কী হয়েছে, তা কোনো অর্থ রাখে না। প্রতিটি ম্যাচ নতুন। নতুনভাবে শুরু করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker