Barak UpdatesHappeningsBreaking News
প্লাবিত হওয়ায় করিমগঞ্জ জেলার ১৫টি সড়কে যান চলাচল বন্ধ
ওয়েটুবরাক, ২১ জুন : বন্যার জলে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর টেরিটোরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত ১৫টি সড়ক প্লাবিত হওয়ায় ওই সড়কগুলির উপর দিয়ে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
ওই রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, লঙ্গাই চান্দখানী সড়ক, ফকিরবাজার-নিলাম বাজার সড়ক (৭ম কিলোমিটার থেকে), বরপুরাহুরিয়া সড়ক (৩য় কিলোমিটার থেকে), শ্যামাপ্রসাদ সড়ক (১ম কিলোমিটার), এফ এন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-২, এফ এন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-১ (১ম কিলোমিটার), বনমালী ভগিছগি সড়ক, পনেরোঘর থেকে মহিশাসন (৫ম থেকে ৬ষ্ঠ কিলোমিটার) এফ এন সড়ক থেকে প্রাবাত হিজিম আঙ্গুরা, চরগুলা কালিগঞ্জ সড়ক, পুয়ামারা কালিগঞ্জ সড়ক, নিলামবাজার আব্দুল্লাপুর বিলবাড়ি সড়ক, পি কে সড়ক থেকে কামারগ্রাম, কে কে সড়ক থেকে বাছারবন্দ(১ম কিলোমিটার) এবং বালিয়া ফাকুয়া সড়কে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন। এই সাময়িক অসুবিধার জন্য নির্বাহী বাস্তুকার জনগণের সহযোগিতা কামনা করেছেন।