NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

প্রাথমিক বিদ্যালয়ও ১ জানুয়ারি থেকে খোলা

৩০ ডিসেম্বর: আগামী ১ জানুয়ারি থেকে আসামে নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলিও খুলতে চলেছে৷ বেসরকারি ট্রেনিং ও কোচিং সেন্টারগুলি খোলার ক্ষেত্রেও আর আপত্তি নেই বলে জানিয়েছে রাজ্য সরকার৷ নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য কিছু বিশেষ নির্দেশিকা বা এসওপি জারি করা হয়েছে৷ অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান একেবারে স্বাভাবিক চলবে৷ ৫০ শতাংশ উপস্থিতি, সপ্তাহে তিনদিন ক্লাশ এগুলি আগামী শুক্রবার থেকে কার্যকর হচ্ছে না৷

নিম্ন প্রাথমিক পর্যায়ের এসওপিতে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়৷ অনলাইন ক্লাশও চলতে থাকবে৷ ইচ্ছে করলে তাঁরা অনলাইনেও পড়াশোনা চালিয়ে যেতে পারবে৷ প্রাথমিক বিদ্যালয়ের এসওপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারগুলিকেও মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে৷

এসওপিতে আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা একদিন পরপর স্কুলে যাবে৷ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্ররা স্কুলে যাবে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার৷ চতুর্থ ও পঞ্চম শ্রেণিরা ছাত্রছাত্রীরা সোম, বুধ ও শুক্রবার ক্লাশ করবে৷ সকাল ৯টায় ক্লাশ শুরু হবে, চলবে পৌনে ২টা পর্যন্ত৷ মিডডে মিল সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত৷ সে সময় কোভিডের প্রেক্ষিতে যাবতীয় সতর্কতা অবলম্বন করতে হবে৷ সে ব্যাপারে স্কুলপ্রধানদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে৷ পাচক ও তাঁর সহকারীকে নতুন ভাবে কাজ শুরুর আগে কোভিড টেস্ট করাতে হবে৷ নিশ্চিত হতে হবে, ৩০ দিনের মধ্যে তাদের সর্দি, কাশি, জ্বর, ব্যথাবেদনা হয়নি৷

কোনও স্তরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সমিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না৷ খুলবে না  ছাত্রছাত্রীদের  হোস্টেল৷ তবে শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হোস্টেল খোলা যেতে পারে৷  ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়৷ চলবে অনলাইন ক্লাশও৷

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতেও এখনই ছাত্রাবাস স্বাভাবিক হবে না৷ শুধু চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকতে পারবে৷

নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, ৫ বছরের কম বয়সীরা স্কুলে যাবে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker