Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলার আইকন মনোনীত পদ্মশ্রী ডাঃ কান্নান
Padmashri Dr. Ravi Kannan nominated as Icon of Cachar

১৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কাছাড় জেলার আইকন মনোনীত হলেন পদ্মশ্রী ডাঃ রবি কান্নান। কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রাণপুরুষ ডাঃ কান্নানকে সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের জন্য জেলাশাসক কীর্তি জল্লি আইকন হিসেবে মনোনীত করেছেন। বিশিষ্ট এই ক্যান্সার বিশেষজ্ঞ ‘সিস্টেমেটিক ভোটারস এডুকেশন অন ইলেক্টোরাল পার্টিসিপেশন’ (এসভিইইপি) এর আওতায় অনুষ্ঠিত বিভিন্ন সচেতনতা সভায় অংশ নেবেন। তুলে ধরবেন নিজের অভিজ্ঞতার কথা।
জেলাশাসকের কথায়, ডাঃ কান্নান অনেকদিন থেকে বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে জেলায় তিনি এক মাইল ফলক তৈরি করেছেন। তাই বিভিন্ন সচেতনতা সভায় তাঁর উপস্থিতি ভোটারদের ভোট দেওয়ার জন্য যেভাবে অনুপ্রাণিত করবে, ঠিক সেইভাবে নতুন ভোটাররাও উৎসাহ পাবেন।