India & World UpdatesHappeningsBreaking News
প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন হচ্ছে, বিল পাস লোকসভায়
ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি : সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য জালিয়াতি ঠেকাতে নয়া বিল পাস হল লোকসভায়। সরকারের যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেখানে যদি কোনও পরীক্ষার্থী জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে তাহলে এই বিলের আওতায় ফেলা হবে তাঁকে।
তাতে বলা হয়েছে, জালিয়াতি করতে গিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তাঁর ১০ বছরের জেল হতে পারে অথবা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। লোকসভার পর রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সেখানে পাস হলে তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে বিলটি। তিনি সম্মতি দিলেই তারপর এটি আইনে পরিণত হবে।