Barak UpdatesHappeningsBreaking News
প্ররোচনার ফাঁদে পা দেবেন না, আবেদন বরাকবঙ্গের
ওয়েটুবরাক, ৩০ অক্টোবর : বাংলাদেশকাণ্ডের পর প্রতিবেশী রাজ্য ত্রিপুরার বরাক উপত্যকা সংলগ্ন অঞ্চলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। তাঁদের আশঙ্কা, অভাবিত ওই ঘটনাগুলো পারস্পরিক সন্দেহ ও বিভ্রান্তির পরিসর তৈরি করতে পারে। ওইসব ঘটনাকে হাতিয়ার করে বরাক উপত্যকায়ও অশান্তি সৃষ্টির জন্য কোনও কোনও মহল চেষ্টা শুরু করেছে। বরাকবঙ্গ তাই কোনও প্ররোচনার ফাঁদে পা না দিতে উপত্যকাবাসী প্রতিটি জনগোষ্ঠীর প্রতি আবেদন রেখেছে ।
শুক্রবার সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বলেছেন, বাংলাদেশে পুজোর সময় ও তার অব্যবহিত পরে যেসব হিংসাশ্রয়ী ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সেদেশের প্রতিটি সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিন্দায় মুখর হয়ে দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার আবেদন রেখেছেন। এরই মধ্যে উত্তর ত্রিপুরায় যে সব ঘটনা ঘটে গেল, সেটা বাস্তবিকপক্ষে বেদনাদায়ক। বরাক উপত্যকা সংলগ্ন ত্রিপুরার ওই জেলায় এ ধরনের হিংসাশ্রয়ী ঘটনা ঘটতে পারে সেটা এই উপত্যকার মানুষের কাছে কল্পনার অতীত ছিল। কিন্তু উত্তর ত্রিপুরার অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সামনে রেখে বরাক উপত্যকায় ধর্মীয় সম্প্রীতির বাঁধনকে দুর্বল করার জন্য কিছু কিছু মহল তৎপর হয়ে উঠেছে। এরা বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে । সামাজিক মাধ্যমে কিছু লোক নানাভাবে প্ররোচনা জোগাচ্ছে। এটা উদ্বেগের মাত্রাকে বাড়িয়ে তুলছে । সাধারণ সম্পাদক আরও বলেন, বরাক উপত্যকার মানুষ এমনিতেই নানাবিধ সমস্যা নিয়ে বিব্রত। উপত্যকার আত্মপরিচয়কে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কূটকৌশল চলছে । এই উপত্যকায় বিভিন্ন ভাষা ও ধর্মীয় গোষ্ঠীর মানুষ পারস্পরিক সদ্ভাব ও প্রীতির বন্ধনে থেকে নিজেদের বিকাশ এবং সমস্যা দূরীকরণে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় কোনও স্বার্থবাদী মহল এই উপত্যকাকে অশান্ত করার চেষ্টা করলে সেটা হবে আত্মঘাতী।
শান্তিপ্রিয় মানুষ তার ভাষা ও ধর্ম পরিচয় যাই হোক না কেন বিপন্নবোধ করবে।
বরাকবঙ্গের সাধারণ সম্পাদক দত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য উপত্যকার শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে বরাকবঙ্গের সাধারণ সম্পাদক বলেছেন, ইতিমধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে এ ব্যাপারে যে সদর্থক উদ্যোগ নেওয়া হয়েছে সেটা প্রশংসনীয় । সাধারণ মানুষকে এক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করতে বরাকবঙ্গের তরফে আহ্বান জানানো হয়েছে।