NE UpdatesAnalyticsBreaking News
প্রথম পর্যায়ের ভোটে দুজনের মনোনয়ন বাতিল, ৫ কেন্দ্রে প্রার্থী ৩৬
গুয়াহাটি, ২৯ মার্চ ঃ আসামের ১৪টি লোকসভা কেন্দ্রের জন্য তিনটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে। এর মধ্যে প্রথম পর্যায়ের ভোটে মনোনয়নপত্র দাখিল করার প্রক্রিয়া বুধবার শেষ হয়েছে। এরপর বৃহস্পতিবার মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষার পর দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে একজন কাজিরঙা ও অন্যজন শোণিতপুর লোকসভা কেন্দ্রের। কাজিরঙা কেন্দ্রের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী হলেন রিপাব্লিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে) দলের ফজেইল আহমেদ মজুমদার। শোণিতপুর কেন্দ্রের বাতিল হওয়া প্রার্থী মহেন্দ্র ওরাং। উল্লেখ্য, প্রথম পর্যায়ের নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দুজনের মনোনয়ন বাতিল হওয়ায় ভোট ময়দানে রইলেন মোট ৩৬ জন প্রার্থী।
বৈধ বিবেচিত প্রার্থীর মধ্যে রয়েছে কাজিরঙা কেন্দ্রে ১১ জন, শোণিতপুর কেন্দ্রে ৮ জন, লখিমপুর কেন্দ্রে ৯ জন, ডিব্রুগড় কেন্দ্রে ৩ জন ও যোরহাট কেন্দ্রে ৫ জন। প্রথম পর্যায়ের নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের অন্তিম দিন ৩০ মার্চ।